বাহরাইনে সাইরেনের বিকট শব্দে আতঙ্ক, ইরানের হামলার পর জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার সূচনা হয়েছে ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (IRGC) কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর। এই হামলার পরিণতিতে পার্শ্ববর্তী রাষ্ট্র বাহরাইন (Bahrain) সোমবার (২৩ জুন) মধ্যরাতে রাজধানী মানামার আকাশজুড়ে বাজিয়ে দেয় উচ্চমাত্রার সতর্কতা সাইরেন। জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, সৃষ্টি হয় তীব্র আতঙ্কের।

ইরান জানায়, তারা “Operation Herald of Victory” নামের একটি অভিযানের আওতায় কাতারের আল উদেইদ বিমানঘাঁটি ও ইরাকের আইন আল-আসাদ ঘাঁটিতে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রবাহিনী অবস্থান করছে এসব ঘাঁটিতে। এই হামলাকে তেহরান অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ঘাঁটি ও সামরিক নীতির বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক’ পদক্ষেপ হিসেবে।

ইরানের হামলার পরপরই বাহরাইনে বাজানো হয় বিকট সাইরেন। রাজধানী মানামা (Manama)-তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশটির কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করে বাসিন্দাদের ভবনের ভিতরে কিংবা অন্যান্য আচ্ছাদিত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানায়। যদিও হামলার প্রত্যক্ষ লক্ষ্য ছিল বাহরাইন নয়, তবুও আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় দেশটির এমন পদক্ষেপ।

সাময়িকভাবে বাহরাইনের বিমানবন্দরসহ একাধিক উপসাগরীয় রাষ্ট্র তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ করা সরকারি পোস্টে বলা হয়, “বিপদ এখনো কাটেনি, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থেকে পরিস্থিতির উন্নতি পর্যন্ত অপেক্ষা করতে হবে।”

অন্যদিকে, কাতার সরকার (Qatar Government) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের এই অভিযানের কড়া প্রতিক্রিয়া এসেছে উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশ থেকেও। সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব (Saudi Arabia), কুয়েত (Kuwait), এবং ওমান (Oman) এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে এই হামলা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনাই বাড়াল না, বরং গোটা উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: বিজনেস টুডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *