জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP) কর্তৃক ঘোষিত ‘জুলাই স্মৃতি প্রদর্শন’ কর্মসূচি সোমবার রাতে এক অপ্রত্যাশিত মোড় নেয়। ঘোষিত সূচি অনুযায়ী, রাত ৮টায় শাহবাগে এই কর্মসূচির উদ্বোধন করার কথা ছিল দলের আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam)-এর। তবে উপস্থিত সাংবাদিকরা অনেকটা হতাশাই উপহার পান সেই সন্ধ্যায়।
সন্ধ্যা সাড়ে সাতটার দিকেই শাহবাগে উপস্থিত হতে শুরু করেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। সময়মতো অনুষ্ঠান শুরু হবে—এমন প্রত্যাশায় তারা অপেক্ষা করতে থাকেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে রাত ৯টা, তারপর ৯টা ১৫ মিনিট—তবুও দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই, দেখা মেলেনি দলের কোনো নেতা-কর্মীর, হাজির হননি নাহিদ ইসলামও।
শেষমেশ রাত ৯টা ১৭ মিনিটে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শাহবাগে কর্মসূচির উদ্বোধন আর হচ্ছে না। পরিবর্তে রাত ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন আহ্বায়ক নাহিদ ইসলাম।
এই ঘোষণায় মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন উপস্থিত সাংবাদিকরা। একে অপমানজনক আচরণ বলে মন্তব্য করেন অনেকে। কারও প্রশ্ন, “এই আয়োজন কি শুধুই লোক দেখানো?”, কেউ বা বলেন, “গণমাধ্যমকে এমনভাবে উপেক্ষা করা কী ধরনের রাজনীতি?”।
সাংবাদিকরা নিজেদের মধ্যে সংক্ষিপ্ত আলোচনার পর সিদ্ধান্ত নেন—ঘোষিত রাত ১০টার সংবাদ সম্মেলন তারা বয়কট করবেন। তাদের ভাষায়, রাজনৈতিক দল যদি বারবার সময়ের প্রতি এমন উদাসীনতা দেখায়, তবে গণমাধ্যমও নিজের সম্মান রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে বাধ্য।