ক্ষমতায় এলে ফারাক্কার বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা তারেক রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় গেলে বিএনপির (BNP) নেতৃত্বাধীন সরকার ফারাক্কা (Farakka) বাঁধের বিপরীতে পদ্মা নদীর ওপর ব্যারেজ নির্মাণ করবে—এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। সেইসঙ্গে কৃষকদের জন্য সুদের সঙ্গে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর (Rajshahi) ঐতিহাসিক মাদরাসা মাঠে এক নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। পদ্মা তীরবর্তী এলাকাগুলোর মানুষকে উদ্দেশ করে বলেন, ব্যারেজ নির্মাণ হলে এ অঞ্চলের সকল শ্রেণির মানুষ উপকৃত হবেন।

তারেক রহমান অভিযোগ করেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং মেগা প্রকল্পের নামে হয়েছে “মেগা দুর্নীতি”। তার ভাষায়, ‘জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার আমলে আরও বিস্তৃত হলেও এখন সেটি পুরোপুরি বন্ধ হয়ে গেছে।’ তিনি জানান, ক্ষমতায় গেলে আবারও বরেন্দ্র প্রকল্প চালু করবেন, খাল খনন ও পদ্মা নদী খননের কাজ শুরু করবেন।

এ সময় রাজশাহীর অর্থনীতির প্রাণ আম শিল্পকে টিকিয়ে রাখতে হিমাগার নির্মাণ এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, ‘এই অঞ্চলের মানুষের জন্য আমের হিমাগার হবে, কাজের সুযোগ তৈরি হবে।’

উত্তরাঞ্চলের প্রতিটি আসনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করতে জনগণের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশ গণতন্ত্রের পথে যাবে নাকি অন্য পথে—সেই সিদ্ধান্ত ১২ তারিখে দেশের মানুষকে নিতে হবে। গণতন্ত্র টিকিয়ে না রাখতে পারলে জনগণের প্রকল্পও হবে না, উন্নয়নও হবে না।’

তারেক রহমান জোর দিয়ে বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাসী, সংঘাতের রাজনীতি চায় না। তার ভাষায়, ‘আমি কারো সমালোচনা করছি না। কারণ সমালোচনায় কারও পেট ভরে না।’

বক্তব্যের শেষদিকে তিনি সরকারকে আহ্বান জানান, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে যেন তার সঠিক তদন্ত হয় এবং দেশের প্রচলিত আইনের মাধ্যমে বিচারের ব্যবস্থা নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *