রংপুর-৩ (Rangpur-3) আসনে জাতীয় পার্টির (Jatiya Party) প্রার্থী ও দলের চেয়ারম্যান জি এম কাদের (GM Quader) বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার প্রক্রিয়া আসলে একটা উছিলা মাত্র। মূলত তারা গণভোটে “হ্যাঁ” ভোট নিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।’ তিনি আরও দাবি করেন, এনসিপি (NCP) ও জামায়াত (Jamaat) উভয়ই বর্তমান সরকারের সঙ্গে মিলেমিশে এককাঠি সরকারে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা থেকে রংপুরে এসে নগরীর সেনপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এসব মন্তব্য করেন জি এম কাদের। নির্বাচনি প্রচারণায় অংশ নিতে নিজ আসনে এসেছেন তিনি।
তিনি অভিযোগ করেন, ‘এই সরকারের কাছে জনগণের কোনও জবাবদিহি নেই। এমনকি নির্বাচন শেষে যে সংসদ গঠিত হবে, সেই সংসদের জনপ্রতিনিধিদেরও সরকারে প্রকৃত ক্ষমতা দেওয়া হবে না। সবকিছু আগে থেকেই পরিকল্পিত।’
অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন জাপা চেয়ারম্যান। তার ভাষায়, ‘জামায়াত, এনসিপি এবং বর্তমান সরকার এখন একটি সমন্বিত সরকারি দলে পরিণত হয়েছে। এনসিপি সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন করেছে, আর জামায়াতও বিভিন্নভাবে তাদের সঙ্গে যুক্ত রয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি এখন পর্যন্ত সমতল মাঠ বা “লেভেল প্লেয়িং ফিল্ড” পাচ্ছে না। দেশের বড় একটি দল নির্বাচনে অংশ নিচ্ছে না। প্রতিদিন সং’\ঘর্ষ, হ’\ত্যা-নি’\র্যাতন চলছে। এই পরিস্থিতিতে ভালো নির্বাচন আশা করাই বাতুলতা।’
মতবিনিময় সভায় রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজমল হোসেনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানান, শুক্রবার থেকেই নিজ নির্বাচনি এলাকায় সরাসরি গণসংযোগ শুরু করবেন জি এম কাদের।


