সাতক্ষীরা-১ তালা-কলারোয়া (Satkhira-1 Tala-Kalaroa) আসনে বিএনপি (BNP) মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব (Habibul Islam Habib) একটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেয়ার সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে কলারোয়া উপজেলার চন্দনপুর এলাকায় আয়োজিত এই জনসভায় তিনি বক্তব্য দিচ্ছিলেন, তখনই আচমকা তার শরীরিক অবস্থার অবনতি ঘটে।
তাৎক্ষণিকভাবে দলের নেতাকর্মীরা তাকে উদ্ধার করে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাকে জরুরি চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।
বিএনপি নেতা জিয়াউর রহমান জানিয়েছেন, বুধবার রাত থেকেই হাবিবুল ইসলাম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে চন্দনপুরে পূর্বনির্ধারিত এই জনসভা ছিল নির্বাচনি কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অংশ—সেই দায়বদ্ধতা থেকেই তিনি অসুস্থতা নিয়েও উপস্থিত হন। কিন্তু বক্তৃতাকালে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে হাবিবুল ইসলামের পারিবারিক সূত্রও নিশ্চিত করেছে, বুধবার রাত থেকেই তিনি অসুস্থ অনুভব করছিলেন। তবু নির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনসভায় অংশগ্রহণ করেন।
চন্দনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথিসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাবিবুল ইসলামের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সভামঞ্চে ও উপস্থিত জনতার মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


