“একটি রাজনৈতিক দল জাতির সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে”— নাহিদ ইসলাম

“এক স্বৈরাচারকে হটিয়ে আরেক স্বৈরাচারকে আনতে চাই না”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এজন্যই আমরা গণঅভ্যুত্থান করিনি।” বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদী-২ (পলাশ) আসনের ঘোড়াশাল পোস্ট অফিস রোডে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল সংস্কার করতে চায় না, অথচ জাতির সঙ্গে প্রতারণা করে ক্ষমতা দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, “তারা লুটপাট ও অর্থপাচারের পরিকল্পনা করছে। দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এই সংকট থেকে উত্তরণে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, দুর্বৃত্তদের রাজনীতি ধ্বংস করতে হবে।”

চাঁদাবাজির রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “এই ধরনের রাজনীতির কারণে দেশের সম্ভাবনা ধ্বংস হচ্ছে।” তিনি বিএনপির দিকেও কড়া সমালোচনার তীর ছুঁড়ে বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে শাপলা কলি প্রতীকের পক্ষে ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের সমর্থন প্রত্যাশা করছি।”

“ব্যালট বিপ্লবের মাধ্যমে প্রত্যাখ্যান করা হবে”

এদিন জনসভায় বক্তব্য রাখেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বলেন, “আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করেছিলাম তাদের অপকর্মের জন্য। এবারও নির্বাচনকে ঘিরে দেশের সব গণতান্ত্রিক শক্তি এক হয়েছে—১১ দল একত্রিত হয়েছে।”

তিনি আরও বলেন, “যারা আবারও আওয়ামী লীগ হতে চায়, যারা তাদের নিষিদ্ধ করার বিরোধিতা করে, তাদের ১২ ফেব্রুয়ারির ব্যালট বিপ্লবের মাধ্যমে বিতাড়িত করা হবে।”

বর্তমান রাজনীতির সহিংস পরিস্থিতি তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, “একটি দল সারাদেশে হত্যা, চাঁদাবাজি করছে। তারা বিগত ১৭ বছরে আওয়ামী লীগ যেসব অভিজ্ঞতা জনগণকে দিয়েছে, তারা সেই একই অভিজ্ঞতা গত ১৭ মাসে দিচ্ছে।”

জনসভা সভাপতিত্বে সারোয়ার তুষার

জনসভায় সভাপতিত্ব করেন এনসিপির জেলা শাখার আহ্বায়ক এবং নরসিংদী-২ আসনে প্রার্থী সারোয়ার তুষার। সভায় ১১ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *