জামায়াতের হা ম লা য় গুরুতর আহত যুবদল নেতা, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ঢাকায়

শেরপুরে জামাতের হামলায় গুরুতর আহত যুবদল নেতা আমজাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বিএনপির গ্রাসরুটস নেটওয়ার্ক, বিজিএনের উদ্যোগে শেরপুর হাসপাতাল ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে শেরপুর থেকে একটি এম্বুলেন্স আহত আমজাদকে নিয়ে রওনা হয়।

বিএনপি গ্রাসরুট নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেছেন।

এসময় শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলসহ বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলো।

গত ২৮ জানুয়ারি নির্বাচন ইশতেহার ঘোষণার সময় সামনে বসাকে কেন্দ্র করে জামাত বিএনপির উপর হামলা করলে দুইপক্ষের সংঘর্ষ হয়। এতে দুই পক্ষে হতাহতের ঘটনা ঘটে। এরমধ্যে বিএনপির আমজাদ হোসেন গুরুতর আহত হয় এবং বিএনপি নেতা আজহারুল ইসলাম সোজার একটি চোখ গলে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *