শাটডাউন কর্মসূচির জের : এনবিআরের চার শীর্ষ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার, বরখাস্ত এক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অভ্যন্তরে চলমান অস্থিরতা ও সম্প্রতি ঘটে যাওয়া শাটডাউন কর্মসূচির পরিপ্রেক্ষিতে বড় ধরনের প্রশাসনিক রদবদল আনলো সরকার। আজ বুধবার (২ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (Internal Resources Division) থেকে জারি হওয়া পৃথক চারটি আদেশে এনবিআরের তিন সদস্য ও একজন কমিশনারকে সরকারি চাকরি থেকে অবসরে পাঠানো হয়েছে।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—এনবিআরের সদস্য আলমগীর হোসেন (Alamgir Hossain), হোসেন আহমদ (Hossain Ahmad), আবদুর রউফ (Abdur Rouf), এবং বরিশাল কর অঞ্চলের ভারপ্রাপ্ত কমিশনার মো. শব্বির আহমেদ (Shabbir Ahmed)।

অ্যাডমিনিস্ট্রেটিভভাবে তাঁদের অবসর দেওয়া হলেও অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে গত ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত রাজস্ব খাতের শাটডাউন আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত এসেছে। এ সময় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন কাস্টমস ও কর কার্যালয় কার্যত অচল হয়ে পড়ে, যার ফলে সরকার রাজস্ব আয়েও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে চট্টগ্রাম কাস্টম হাউস (Chattogram Customs House)-এর কমিশনার মো. জাকির হোসেন (Jakir Hossain)-কে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্তের আদেশে বলা হয়, দপ্তর খোলা রাখার নির্দেশ উপেক্ষা করে তিনি আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত করেছেন এবং জাতীয় রাজস্বে বড় ধরণের ক্ষতি ডেকে এনেছেন। এর পরিপ্রেক্ষিতে তাঁকে জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুনঃনিয়োগ করে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এই সময় তিনি কেবল খোরপোষ ভাতা পাবেন।

চট্টগ্রাম কাস্টম হাউস দেশের সবচেয়ে বড় রাজস্ব আদায়ক কেন্দ্র। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে এখান থেকে প্রায় ৭৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অথচ আন্দোলনের সময় এই দপ্তর ছিল কার্যত বন্ধ।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান (Abdur Rahman Khan) স্বাক্ষরিত আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। আজ সকালে মোহাম্মদ শফি উদ্দিন (Mohammad Shafi Uddin)-কে চট্টগ্রাম কাস্টম হাউসের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) এনবিআরের ১১ জন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগে তদন্ত শুরু করেছে। তাঁদের মধ্যে এনবিআরের দুইজন সদস্য এবং এনবিআর সংস্কার ঐক্য পরিষদ (NBR Reform Unity Council)-এর সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার (Hasan Muhammad Tarek Rikabdar) রয়েছেন। এসব অনুসন্ধান ও শাস্তিমূলক পদক্ষেপকে ঘিরে এনবিআরের ভেতরে চাপা উত্তেজনা ও প্রশাসনিক অস্থিরতা এখন নতুন মাত্রা পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *