চিকিৎসকদের নিয়ে উপদেষ্টার মন্তব্যে এনসিপির ক্ষোভ, রাষ্ট্রবিরোধী বলেও অভিযোগ

দেশের চিকিৎসক সমাজকে ঘিরে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল (Asif Nazrul)–এর মন্তব্যকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ ও ‘রাষ্ট্রবিরোধী’ আখ্যা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)। রোববার (১৭ আগস্ট) পার্টির স্বাস্থ্য শাখার প্রধান ডা. মো. আব্দুল আহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে এনসিপি বলেছে, দেশের চিকিৎসক সমাজ অতীতেও জাতীয় সংকটে নির্ভীকভাবে দায়িত্ব পালন করেছে। বিশেষ করে জুলাই মাসের গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে চিকিৎসকরা নিজেদের জীবন হুমকির মুখে ফেলে আহত জনগণের পাশে দাঁড়িয়েছেন। তারা জানতেন যেকোনো মুহূর্তে পুলিশি হামলা, গ্রেপ্তার বা হয়রানির শিকার হতে পারেন, তবুও তারা পিছু হটেননি।

বিবৃতিতে আরও বলা হয়, “ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের সময়েও চিকিৎসকরা জনগণের পাশে ছিলেন। তারা আন্দোলনরত শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ নাগরিকদের জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা দিয়েছেন। এমন সাহসিকতা এবং সেবার মানসিকতা গণমানুষ চিরকাল স্মরণে রাখবে।”

এনসিপি স্মরণ করিয়ে দেয়, করোনাভাইরাস মহামারিতেও শত শত চিকিৎসক প্রাণ হারিয়েছেন, তবুও তারা পিছু হটেননি। রাজধানী থেকে প্রত্যন্ত অঞ্চলের হাসপাতাল পর্যন্ত চিকিৎসকরা দিন-রাত নিরলসভাবে কাজ করে গেছেন মানুষের সেবা দিতে।

তারা বলছে, “চিকিৎসক সমাজের প্রতি জাতি কৃতজ্ঞ। অথচ এমন পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কাছ থেকে চিকিৎসকদের অবমূল্যায়ন ও মর্যাদা হানিকর মন্তব্য জাতিকে হতাশ ও উদ্বিগ্ন করেছে।”

এনসিপি মনে করে, এই ধরনের মন্তব্য শুধু চিকিৎসক সমাজের মনোবল নষ্ট করে না, বরং তা রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানগুলোর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি প্রতিফলন করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *