অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম-কে নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি। শুক্রবার (৪ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি দাবি করেন—“ড. ইউনূস সরকারের পতনের জন্য বাইরের কারও প্রয়োজন নেই, প্রেস সচিবই যথেষ্ট।”
ফেসবুক পোস্টে প্রেস সচিব শফিকুল আলমের ছবি যুক্ত করে রনি লেখেন, “ছবির ভদ্রলোকের একটি নাম আছে। কিন্তু তার নামের সঙ্গে এখন এমন এক উপাধি যুক্ত হয়েছে, যা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের মনে কিয়ামত পর্যন্ত ঘুরপাক খাবে।” পোস্টের বক্তব্যে স্পষ্ট তির্যকতা ও ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই এমপি।
তিনি আরও লেখেন, “এই ধরনের লোকদের সম্পর্কে আমি সাধারণত কিছু বলি না। কিন্তু রাষ্ট্রের হয়ে তিনি এমন কিছু বলছেন এবং করছেন, যার প্রতিবাদ করা নাগরিকদের জন্য ফরজে আইন হয়ে গেছে।” তিনি দাবি করেন, এক টেলিভিশন টকশোতে তিনি স্পষ্টভাবে বলেছেন—“ইউনূস সরকারকে ডুবানোর জন্য বাইরের কারো দরকার নেই, এই লোকটিই যথেষ্ট।”
মব সহিংসতা নিয়ে প্রসঙ্গ টেনে রনি বলেন, “নূর হোসেন এরশাদ জমানায় মবের শিকার হয়ে শহীদ হয়েছিলেন। এই মব বা ‘জঙ্গল জাস্টিস’ শুধু জনগণই করে না, অনেক সময় রাষ্ট্রীয় বাহিনীও এর অংশ হয়ে যায়।”
গোলাম মাওলা রনির এই মন্তব্য ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে। বিশেষ করে যখন দেশের বিভিন্ন প্রান্তে মব সহিংসতা নিয়ে উদ্বেগ তুঙ্গে, তখন সরকারের অভ্যন্তর থেকে এমনভাবে প্রেস সচিবকে নিয়ে প্রশ্ন তোলায় অনেকেই এটিকে বড় ধরনের রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন।
অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে শফিকুল আলমের কর্মকাণ্ড বা বক্তব্য নিয়ে এর আগে নানা মহলে অসন্তোষ প্রকাশ পেলেও, রনির মতো খোলামেলা সমালোচনা বিরল। এখন দেখার বিষয়, সরকারপক্ষ থেকে এই মন্তব্যের কী ধরনের প্রতিক্রিয়া আসে।