প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক আমলা এটিএম শামসুল হুদা (ATM Shamsul Huda) আর নেই। শনিবার (৫ জুলাই) সকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী। তিনি বলেন, “সকাল ৯টার দিকে গুলশানের বাসায় মারা যান তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।”
জানা গেছে, প্রায় এক মাস আগে বাসার ভেতরে হঠাৎ পড়ে যান শামসুল হুদা। তখন থেকেই চলছিল চিকিৎসা। তবে বয়সজনিত জটিলতা ও সেই দুর্ঘটনার পর শারীরিক অবস্থার আর উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকালে চলে গেলেন এই বর্ষীয়ান প্রশাসক।
এটিএম শামসুল হুদা ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়কার সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি।
তার মৃত্যুতে প্রশাসনিক মহল, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।