বাংলাদেশে ধর্মীয় দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে কঠোর ভাষায় সমালোচনা করেছেন হারুনুর রশিদ (Harunur Rashid)। তিনি বলেন, ইসলাম নামধারী কিছু রাজনৈতিক দলের কথা ও কাজের মধ্যে কোনো মিল নেই। শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার জোড়গাছি মোড়ে জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবিতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন সাবেক এই সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা।
হারুন বলেন, “কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন চাই, কেউ বলছে ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন চাই। আবার কিছু বলছে নির্বাচনের পরিবেশ নেই। এই দ্বিচারিতা গণতন্ত্রবিরোধী মনোভাবেরই প্রতিফলন।”
তিনি দাবি করেন, যারা নির্বাচনের পরিবেশ নেই বলছে, তারা নিজেরাই দীর্ঘ ১৫ বছর দলীয় কার্যালয় খুলে রাখতে পারেনি, অথচ এখন সভা-সমাবেশ করছে। “বর্তমানে সব রাজনৈতিক দল মিছিল-মিটিং করছে, অফিস চালু রেখেছে। তাহলে নির্বাচন কিসের পরিবেশে হবে না? যারা নির্বাচন পেছাতে চায় বা বানচাল করতে চায়, তারা গণতন্ত্রের শত্রু—জনগণ তা বুঝে ফেলেছে,” বলেন বিএনপি নেতা।
পিআর পদ্ধতি নিয়ে সন্দেহ
আলোচনার এক পর্যায়ে proportional representation (PR) বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন হারুন। তিনি বলেন, “যারা এখন পিআর সিস্টেমে ভোট চাইছে, তারা মনে করেছিল ৫ আগস্টের পর ক্ষমতায় চলে আসবে। কিন্তু ভোটের হিসাব কষে দেখছে, তিনটা আসন পাবে কিনা সন্দেহ। তখন ভাবছে, বিএনপির সঙ্গে জোট করেও কিছু সিট পাওয়া গেছে। এখন একা দাঁড়াতে হবে, তাই ভোটের পরিবেশ নেই বলে প্রচার করছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন তসিকুল ইসলাম তসি (Tosikul Islam Tosi), চাঁপাইনবাবগঞ্জ কৃষক দলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান; নজরুল ইসলাম, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান; আব্দুল বারেক (Abdul Barek), বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অনেকে।