আসন্ন নির্বাচনকে বিলম্বিত ও বিতর্কিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আবুল খায়ের ভূঁইয়া (Abul Khayer Bhuiyan)। শনিবার (৫ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার (Khaleda Zia) উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের বলেন, “নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্যমূলক ইস্যু তৈরি হচ্ছে। আমরা চাই কমিশন সংস্কারের কাজ দ্রুত শেষ করে রোডম্যাপ ঘোষণা করুক এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাক। এই প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতেই প্রস্তুত।”
তিনি আরও বলেন, “দেশে যদি মৌলিক কোনো পরিবর্তন আনতে হয়, তা হবে সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়েই। জনগণ যাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবে, তারাই বসে সিদ্ধান্ত নেবে। বাইরের কোনো অপতৎপরতা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।”
আবুল খায়ের ভূঁইয়া তার বক্তব্যে জামায়াতের দিকে ইঙ্গিত করে বলেন, “একটি দল মেম্বার থেকে এমপি পর্যন্ত মনোনয়ন দিয়ে রেখেছে, অথচ বলে সংসদীয় গণতন্ত্র মানি না। এটা সরাসরি জনগণের সঙ্গে প্রতারণা।”
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির (BNP) কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, সদর উপজেলা (পশ্চিম) বিএনপির আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, সদস্যসচিব কামরুজ্জামান সোহেলসহ স্থানীয় দলের শীর্ষ নেতারা।