আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া শুরু করেছে সরকার—এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (Jahangir Alam Chowdhury)। রোববার রাজধানীর উত্তরায় শিল্পাঞ্চল পুলিশ সদর দপ্তর এবং উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তিনি জানান, “নির্বাচনের জন্য হাতে এখনো পাঁচ-ছয় মাসের মতো সময় আছে। আমরা এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছি।”
তবে নির্বাচনকে ঘিরে বিরোধী দলগুলোর মন্তব্য—যে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই—এমন পর্যবেক্ষণের বিষয়ে প্রশ্ন করা হলে কিছুটা কৌশলী জবাব দেন উপদেষ্টা। তিনি বলেন, “রাজনীতিতে অনেকে অনেক কথা বলেন, এটা তাদের জিজ্ঞেস করতে পারেন। আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি উনাদের প্রশ্নের উত্তর দেব না। আমাদের প্রস্তুতি আমরা নিচ্ছি।”
রাজনৈতিক দলগুলোর আশঙ্কা বা অভিযোগের সঙ্গে তিনি একমত কি না—এমন প্রশ্নের জবাবে তার স্পষ্ট ভাষ্য, “তাদের সাথে না, আমি আমাদের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। যেহেতু আরো সময় আছে পাঁচ-ছয় মাসের মতো, আমরা প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি।”
নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে সরকার প্রস্তুত বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে শুধুই আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে চলবে না বলে মনে করেন তিনি। তার ভাষ্য, “নির্বাচনটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না। নির্বাচনে প্রশাসনে যারা কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ছাড়াও নির্বাচন কমিশন এবং নির্বাচনে অংশগ্রহণকারী সকলের দায়িত্ব রয়েছে।”
নির্বাচনকালীন প্রস্তুতির বিষয়ে আরও বলেন, “সবচেয়ে বেশি প্রস্তুতি দরকার যারা ইলেকশনে পার্টিসিপেট করছেন। আমাদের প্রস্তুতি ঠিক আছে। আমাদের প্রস্তুতির কোনো ঘাটতি নেই।”