জুলাই পদযাত্রা সাথে সাথে চলছে এনসিপি’র প্রার্থী পরিচিতি

জুলাই মাসের গণ-অভ্যুত্থান স্মরণে দেশজুড়ে পদযাত্রা কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)। এই কর্মসূচির অংশ হিসেবে দলটির কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন জেলা সফর করছেন। পদযাত্রাকে কেন্দ্র করে বেশ কিছু জেলায় উল্লেখযোগ্য জনসমাগমও লক্ষ্য করা গেছে।

জুলাই সনদ ও রাজনৈতিক বার্তা

পদযাত্রায় ‘জুলাই ঘোষণাপত্র’, ‘জুলাই সনদ’, বিচার-সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি তুলে ধরছে এনসিপি। পাশাপাশি, দলটি কিছু নির্বাচনী আসনে প্রার্থীদের নামও ঘোষণা করা শুরু করেছে।

দলীয় সূত্রে জানা গেছে, যেখানে সংগঠন শক্তিশালী, জনসমাগম ভালো এবং রাজনৈতিক জটিলতা কম—এমন আসনেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এই সিদ্ধান্তগুলো পূর্বপরিকল্পিত নয় বলেও দাবি করেছে দলটি।

ঘোষিত ও সম্ভাব্য প্রার্থী

এ পর্যন্ত রংপুর-৪ আসনে দলের সদস্যসচিব আখতার হোসেন (Akhtar Hossain), কুড়িগ্রাম-২-এ যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং পঞ্চগড়-১-এ মুখ্য সংগঠক সারজিস আলমের নাম ঘিরে প্রচারণা শুরু হয়েছে।

যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির জানিয়েছেন, যেসব আসনে সাংগঠনিক শক্তি ও একক প্রার্থী রয়েছে, সেখানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে শুধু পরিচিতি বাড়ানোর কার্যক্রম চলছে।

সম্ভাব্য প্রার্থীদের বিস্তৃত তালিকা

জাতীয় নাগরিক পার্টির অভ্যন্তরীণ সূত্রে আরও জানা গেছে, নিচের নেতারা বিভিন্ন আসনে প্রার্থী হতে পারেন:

  • আহ্বায়ক নাহিদ ইসলাম – ঢাকা-১১ (Rampura-Banasree)
  • জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব – ঢাকা-১৪
  • সামান্তা শারমিন – ভোলা-১
  • ডা. তাসনীম জারা – ঢাকা-১৭
  • হাসনাত আবদুল্লাহ – কুমিল্লা-৪
  • নাসীরুদ্দীন পাটওয়ারী – চাঁদপুর-৫
  • আবদুল হান্নান মাসউদ – নোয়াখালী-৬

ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা ও অন্যান্য অঞ্চল

  • আকরাম হুসাইন – ঢাকা-১৩
  • জয়নাল আবেদীন শিশির – কুমিল্লা-১০
  • এস এম শাহরিয়ার – ঢাকা-৫
  • জাবেদ রাসিন – ঢাকা-৯
  • মো. রাসেল আহমেদ – ঢাকা-১
  • আব্দুল্লাহ আল আমিন – নারায়ণগঞ্জ
  • আলী নাছের খান – গাজীপুর-১

অন্যান্য জেলা ও বিভাগ

  • আশরাফ উদ্দীন মাহাদী – ব্রাহ্মণবাড়িয়া-২
  • অনিক রায় – সুনামগঞ্জ-২
  • প্রীতম দাশ – মৌলভীবাজার
  • আরিফুর রহমান তুহিন – ঝালকাঠি-১
  • অলিক মৃ – টাঙ্গাইল-১
  • ভীম্পাল্লী ডেভিড রাজু – খুলনা-১
  • মীর আরশাদুল হক – চট্টগ্রাম-১৬

আরও সম্ভাব্য প্রার্থীরা

  • মোল্লা মোহাম্মদ ফারুক এহসান – চুয়াডাঙ্গা-১
  • আবু সাঈদ সুজাউদ্দীন – কক্সবাজার
  • সাইফুল্লাহ হায়দার – টাঙ্গাইল-৩
  • মেজর (অব.) আব্দুল্লাহ মাহমুদ খান – গাজীপুর-৩
  • আবু সাঈদ লিওন – নীলফামারী-৩
  • ডা. মাহমুদা মিতু – বরিশাল-৫
  • আব্দুল্লাহ আল মামুন ফয়সাল – ভোলা-৪
  • অর্পিতা শ্যামা দেব ও এহতেশাম হক – সিলেট
  • নুসরাত তাবাসসুম – কুষ্টিয়া-১
  • হাসান আলী – চট্টগ্রাম-১৪
  • ফাহিম রহমান খান পাঠান – নেত্রকোনা-২

এই তালিকা এখনো চূড়ান্ত নয় বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে দলীয় কার্যক্রম ও পদযাত্রা যেভাবে এগোচ্ছে, তাতে সাংগঠনিক বিস্তার ও পরিচিতির ক্ষেত্রে এটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছে এনসিপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *