শোকের মুহূর্তে আসিফ নজরুল ও জামায়াত আমিরের হৃদয়ছোঁয়া কোলাকুলি

রাজধানীর গুলশানের আজাদ মসজিদে আজ (৬ জুলাই) দুপুরে এক আবেগঘন দৃশ্যের সাক্ষী হয় উপস্থিত জনতা। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের জানাজা শেষে ঘটে এক ব্যতিক্রমী দৃশ্য—জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ নজরুল (Asif Nazrul) একে অপরকে জড়িয়ে ধরেন গভীর আবেগে।

জানাজার নামাজ অনুষ্ঠিত হয় দুপুর ১টা ৩৫ মিনিটে, গুলশানের আজাদ মসজিদে। ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজনীতিক, সাংবাদিক, পেশাজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

জানাজায় অংশগ্রহণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক এমপি শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আশরাফ উদ্দীন নিজান, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল (Nurul Islam Bulbul) প্রমুখ।

উপস্থিত ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা ও সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি মনির হোসাইন কাসেমী ও মুফতি জাকির হোসাইন কাসেমী।

এছাড়াও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক আব্দুল জলিল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আল আজমী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশীদ আলম। আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মনির হোসেন, অধ্যাপক ডা. এহতেশামুল হক, ডা. কামাল উদ্দীন, ডা. রাজন মন্ডলসহ স্বাস্থ্যখাতের বিশিষ্টজনেরা।

জানাজা শেষে উপস্থিত অনেকের দৃষ্টি আটকে যায় সেই এক দৃশ্যে—যেখানে ড. আসিফ নজরুল ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান একে অপরকে আলিঙ্গন করেন। রাজনৈতিকভাবে বিপরীত মেরুতে অবস্থান করলেও এই কোলাকুলির মুহূর্তে দৃশ্যমান হয় এক মানবিক সংবেদনশীলতা।

দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, দেশ-বিদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন। এ যেন ছিল সম্মিলিত শোকপ্রকাশের এক অনন্য উদাহরণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *