আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে নতুন নীতির ইঙ্গিত দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিগত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘ভালো সার্টিফিকেট’ দিয়েছেন, তাদের এবার আর আমন্ত্রণ জানাবে না কমিশন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কানাডার রাষ্ট্রদূত অজিত সিং (Ajit Singh)-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
সিইসি নাসির বলেন, “ইউরোপীয় ইউনিয়নসহ (EU) অনেকে ইতোমধ্যে আমাদের কাছে পর্যবেক্ষক পাঠানোর আগ্রহের কথা জানিয়েছে। কিন্তু আমরা এবার এমন পর্যবেক্ষক চাই যারা সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কাজ করবে। বিগত নির্বাচনে যারা ‘ভালো সার্টিফিকেট’ দিয়ে বিতর্ক তৈরি করেছেন, তাদের আর নেবো না।”
তিনি আরও বলেন, “কানাডার রাষ্ট্রদূত জানতে চেয়েছেন আমরা নির্বাচনের জন্য কী প্রস্তুতি নিয়েছি। আমরা জানিয়েছি যে ভোটারদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম শুরু করছি। এছাড়া বিভিন্ন ধরণের প্রশিক্ষণ ও অবকাঠামোগত প্রস্তুতির বিষয়েও তাকে অবহিত করা হয়েছে।”
বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) সম্ভাব্য অপব্যবহার নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে সিইসি বলেন, “AI নিয়ে কানাডার পক্ষ থেকে আমাদের কিছু পরামর্শ আসতে পারে। তারা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে।”
নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে কানাডার সহযোগিতার প্রতিশ্রুতি প্রসঙ্গে নাসির বলেন, “তারা আমাদের কমিশনের স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার শুনে সন্তুষ্ট। কানাডা আমাদের সঙ্গে ব্যালট প্রকল্পে কিংবা অন্য কোনও উপায়ে সহযোগিতা করতে আগ্রহী।”
বৈঠকটি এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন দেশজুড়ে নির্বাচন আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। এমন প্রেক্ষাপটে, বিদেশি পর্যবেক্ষকদের বাছাইয়ের ক্ষেত্রে কঠোর অবস্থান নেওয়ার এই ঘোষণা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।