আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনার মধ্যেই একেবারে খোলামেলা মন্তব্য করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন (A M M Nasir Uddin)। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, নির্বাচন কমিশনের সর্বোচ্চ ব্যক্তি হয়েও তিনি এখনো ভোটগ্রহণের নির্দিষ্ট তারিখ জানেন না।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (RFED) আয়োজিত এক আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে আর কতবার বলব? আজ সকালেও এ নিয়ে কথা বলেছি। বাস্তবতা হলো—এই মুহূর্তে আমার নিজেরই তারিখ জানা নেই।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী মীর্জা উদ্দিন (জেবেল)। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল ফজল মো. সানাউল্লাহ।
সিইসি আরও জানান, ভোটগ্রহণের দিন নির্ধারিত হলে তা দুই মাস আগেই দেশবাসীকে জানিয়ে দেওয়া হবে। “আরেকটু ধৈর্য ধরুন… অপেক্ষা করুন… যথা সময়ে জানতে পারবেন,”—যোগ করেন তিনি।
এই বক্তব্যে পরিষ্কার হলো যে, নির্বাচন কমিশন এখনো আনুষ্ঠানিক তারিখ ঘোষণা থেকে কিছুটা দূরে রয়েছে। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চাপ বাড়ছে নির্বাচন কমিশনের ওপর, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে তারিখ জানতে চাওয়া ও প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় চাওয়া হচ্ছে।
নির্বাচনের নিরপেক্ষতা, গ্রহণযোগ্যতা ও প্রস্তুতির নিরিখে এই দেরি স্বাভাবিক কি না—সে প্রশ্নও উঠে আসছে রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায়।