নির্বাচনের তারিখ কবে আমি নিজেও জানি না: সিইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ এখনও নির্ধারিত হয়নি বলে স্পষ্ট জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি নাসির উদ্দিন) (A M M Nasir Uddin)। মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “ইলেকশনের তারিখ নিয়ে আর কোনো মন্তব্য করবো না। সকালে একবার বলেছি—ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না।”

আগারগাঁও-এর নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (RFED) আয়োজিত ‘ফল উৎসব’ অনুষ্ঠানে সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “যখন সময় হবে, দুই মাস আগেই জানিয়ে দেবো। বিস্তারিত সব তথ্য—including নমিনেশন, ভোটের দিন—সেসময় জানানো হবে। এখন শুধু একটু ধৈর্য ধরতে হবে।”

সিইসি এ সময় বিগত নির্বাচনে প্রশাসন ও পুলিশের ভাবমূর্তির ক্ষতি নিয়ে সরাসরি কথা বলেন। তিনি বলেন, “আমাদের প্রশাসন এবং পুলিশের ভাবমূর্তি বিগত নির্বাচনগুলোতে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন একটা বড় সুযোগ। সরকারি কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিক হলে, প্রমাণ করা সম্ভব যে আমরা নিরপেক্ষভাবে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারি।”

তিনি স্মরণ করিয়ে দেন, “আমরা ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে সফলভাবে দায়িত্ব পালন করেছি। এবারও ইনশাল্লাহ পারবো। সেই সক্ষমতা আমাদের আছে, আমাদের প্রমাণ করতে হবে।” এই বার্তাটি সহকর্মী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে পৌঁছে দিতে চান বলেও জানান সিইসি।

সিইসি আরও বলেন, “আমরা চাই মানুষের শ্রদ্ধা অর্জন করতে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তাদের প্রতি আমার করজোরে অনুরোধ—আপনারা আস্থার পরিবেশ তৈরি করুন, যাতে মানুষের ভোটাধিকার নিশ্চিত হয়।”

প্রসঙ্গত, সাংবাদিকদেরও এই প্রচেষ্টার অংশীদার হিসেবে যুক্ত করার উদ্যোগ রয়েছে বলে জানান সিইসি। “আমরা সাংবাদিকদের পার্টনার করে সচেতনতা বৃদ্ধির জন্য ক্যাম্পেইন করবো। ইতোমধ্যে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং আশা করছি সেটা বাস্তবায়ন করতে পারবো,” বলেন তিনি।

তিনি গণমাধ্যমের প্রতি একটি অনুরোধও জানান—“আমাদের এখন এমন একটা চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে গেছে যে, যদি কোনো পজিটিভ খবর দেন, কেউ পড়ে না। কিন্তু নেতিবাচক কিছু হলে সবাই ঝাঁপিয়ে পড়ে। তাই দয়া করে আপনারা ইতিবাচক বার্তা ছড়িয়ে দিন।”

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল, এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *