জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা বিশ্বাস করি ক্ষমতার উৎস দিল্লি নয়, লন্ডনও নয়। ক্ষমতার উৎস বসুন্ধরা নয়, এস আলম বা কোনও ব্যবসায়ী নয়। ক্ষমতার উৎস জনগণ এবং জনগণ যদি পাশে থাকে তাহলে দিল্লিতে পালাতে হয় না, লন্ডন থাকতে হয় না। জনগণ পাশে থাকলে ৫৬ হাজার বর্গমাইলে জন্ম এবং মৃত্যু হয়।’
মঙ্গলবার (৮ জুলাই) বিকাল ৫টায় গাংনী বাসস্ট্যান্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সংক্ষিপ্ত পথসভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ক্ষমতার উৎস দিল্লি নয়, লন্ডন নয়, বসুন্ধরা বা এস আলমের মতো ব্যবসায়ী নয়—ক্ষমতার প্রকৃত উৎস হলো জনগণ। আর জনগণ পাশে থাকলে এই দেশের মাটিতেই জন্ম হয়, মৃত্যু হয়, বিদেশে পালাতে হয় না।”
গণমুখী নেতৃত্ব গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে হাসনাত বলেন, “আমরা নেতৃত্ব নির্বাচন করবো যোগ্যতার ভিত্তিতে—যে জনগণের ভাষা বোঝে, তাদের সঙ্গে মিশে যায় এবং দেশের বাস্তবতা ধারণ করে। ভোটের আগে টাকার বস্তা নিয়ে এলাকায় ঢুকে যারা জনগণকে কিনে নেয়, তারা নেতৃত্বের যোগ্য নয়।”
তিনি দেশের রাজনৈতিক ইতিহাসে কিছু নেতার ভূমিকার কড়া সমালোচনা করে বলেন, “আগে যারা ছিল, তারা দেশের টাকা পাচার করে নিজেদের সন্তানদের বিদেশে পাঠিয়েছে, আর জনগণের ছেলেমেয়েদের ব্যবহার করেছে রাজনীতির পেছনে। তারা দুর্নীতির টাকায় বিদেশে পড়ালেখা করে এসে নেতা সেজেছে। এবার সময় এসেছে—আমাদের ভূমির সন্তানরা নেতৃত্ব দেবে, হাইব্রিড নেতাদের দূরে ঠেলে।”
হাসনাত অভিযোগ করেন, “কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, তারা সংস্কার বা দ্রুত বিচার চায় না। যদি সত্যিই নির্বাচন চায়, তাহলে সংস্কার এবং বিচার দ্রুত শেষ করত। এনসিপি এই সংস্কারের পথেই এগোচ্ছে—সংসদে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত আমরা।”
বিদেশ নির্ভর রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে হাসনাত বলেন, “আমরা পিন্ডি, দিল্লি, লন্ডন বা আমেরিকার ওপর নির্ভরশীল হতে চাই না। দেশের রাজনীতি কোনো ব্যবসায়ীর কাছে বন্ধক দেয়া হবে না। জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করেই জনগণের রাজনীতি গড়ে তুলবো। যখন রাজনীতি ব্যবসায়ীর হাতে বন্ধক পড়ে, তখন তার পরিচয়ও ব্যবসার মতো হয়ে যায়।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আজকের তরুণ প্রজন্ম সত্য বলতে ভয় পায় না। তারা বিশ্বাস করে—হয় সাদা নয় কালো। আগের প্রজন্ম যাকে বলতো কৌশল, সেটা ছিল ভণ্ডামি। আজ তরুণদের হাতেই ভবিষ্যতের বাংলাদেশ। আমরা এমন প্রজন্মের হাতে দেশ তুলে দিতে চাই না যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বা বিদেশি শক্তির গোলাম।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অষ্টম দিনে মেহেরপুরের গাংনী সদর ও মুজিবনগর এলাকায় এনসিপির পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম (Nahid Islam), সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার এবং জেলা এনসিপির যুগ্ম সম্পাদক সাকিল আহম্মেদ।