প্রতীক হিসেবে নৌকা থাকবে, অন্তর্ভুক্ত হবে না শাপলা: ইসি

নিবন্ধন স্থগিত থাকায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (NCP)। একইসঙ্গে দলটি ‘শাপলা’ প্রতীক অন্তর্ভুক্তির আবেদনও করেছে। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—নৌকা প্রতীক থাকছে, শাপলা থাকছে না।

রোববার (১৩ জুলাই) এ বিষয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “যে কোনো দলের নিবন্ধন স্থগিত থাকলেও চূড়ান্ত নিষেধাজ্ঞা না আসা পর্যন্ত তাদের প্রতীক তফসিল থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। তাই আপাতত নৌকা প্রতীক বহাল থাকছে।”

তিনি আরও জানান, “নিবন্ধনহীন কোনো দলের পক্ষ থেকে নতুন প্রতীক চাওয়া যেতে পারে। তবে ইসির তফসিলভুক্ত প্রতীকের মধ্যে ‘শাপলা’ নেই, সুতরাং এই মুহূর্তে তা অন্তর্ভুক্ত হচ্ছে না। ভবিষ্যতে এনসিপি যদি নিবন্ধন পায়, তখন কমিশন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।”

এর আগে, রোববার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন-এর সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির একটি প্রতিনিধিদল। প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে তারা ‘শাপলা’ প্রতীক বরাদ্দ ও বর্তমান কমিশনের পুনর্গঠনের দাবি তোলে।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

বৈঠক শেষে ব্রিফিংয়ে জহিরুল ইসলাম মূসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকার পরও তাদের প্রতীক ‘নৌকা’ বাদ দেওয়া হয়নি—যা আইনগতভাবে ঠিক নয়। বিষয়টি আমরা ইসির দৃষ্টি আকর্ষণ করেছি।”

প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আরো বলেন, “আমরা পরিষ্কার বলেছি—শাপলাকে প্রতীক হিসেবে তালিকাভুক্ত করতে হবে। এটি কোনো আইনি জটিলতা নয়। যদি কেউ বাধা দেয়, তাহলে রাজনৈতিকভাবেই আমরা লড়াই করবো। নির্বাচনের আগেই নির্বাচন কমিশন পুনর্গঠন জরুরি, এ নিয়ে কোনো আপস নেই।”

উল্লেখ্য, বৈঠকে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ও ইসি সচিব আখতার আহমেদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *