গোপালগঞ্জে মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ বা বিঘ্ন হয়নি বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় (Ministry of Posts and Telecommunications)। বুধবার (১৬ জুলাই) রাতে দেওয়া এক সরকারি বিবৃতিতে এমন তথ্য জানানো হয়, যা সামাজিক মাধ্যমে শেয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম (Shafiqul Alam)।
বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়, “গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ কিংবা বিঘ্নিত কোনোটাই করা হয়নি।” সরকার যে কোনো পরিস্থিতিতেই ইন্টারনেট বন্ধের পথে হাঁটবে না—এমন নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে।
এতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশের কোথাও মোবাইল বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (BTRC) কোনো নির্দেশনা জারি করেনি।” মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বর্তমান সরকারের নীতির আলোকে এমন প্রশ্নই অবান্তর।
সরকারের পক্ষ থেকে ইঙ্গিত করা হয়, এই ধরনের গুজব উদ্দেশ্যমূলক এবং জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টার অংশ। বিবৃতিতে আরও বলা হয়, “দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে স্বৈরাচার এবং তাদের দোসররা অপতথ্য ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।”
জনজীবনে শৃঙ্খলা বজায় রাখতে এবং সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখার স্বার্থে, বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর আগে ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সচেতন থাকার আহ্বান জানায় সরকার।