গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর কাঙ্ক্ষিত “জুলাই ঘোষণাপত্র” এখন আর কোনো প্রতিশ্রুতির গণ্ডিতে সীমাবদ্ধ নেই—এটি এখন বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম (Mahfuz Alam)।
শুক্রবার, ১ আগস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, “জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা। ৫ আগস্টের মধ্যেই ঘোষিত হবে ঘোষণাপত্র।”
তিনি আরও লেখেন, “ঘোষণাপত্র ইস্যুকে গণচেতনায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ।”
এই ঘোষণার প্রতিধ্বনি মেলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)-এর ফেসবুক পোস্টেও।
তিনি লিখেছেন, “জুলাই ঘোষণাপত্র আসছে…”
উল্লেখযোগ্য বিষয় হলো, জুলাই ঘোষণাপত্রকে ঘিরে গত একমাসে দেশের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছিল ব্যাপক আলোচনা ও প্রত্যাশা। এই ঘোষণাপত্রে আগামী দিনের নির্বাচনি রূপরেখা, অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামো ও নীতিনির্ধারণে জনগণের অংশগ্রহণের প্রতিশ্রুতি থাকবে বলে রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে। যদিও এর বিস্তারিত এখনও সরকারিভাবে প্রকাশ হয়নি, তবে ৫ আগস্টের মধ্যে সেটি উন্মোচনের কথা থাকায়, রাজনৈতিক অঙ্গনে নতুন জোর সৃষ্টি হয়েছে।
অনেকেই বলছেন, এই ঘোষণাপত্র এক নতুন রাজনৈতিক যুগের সূচনা করতে যাচ্ছে, যেখানে জনগণের মতামতকেই মূল ভিত্তি হিসেবে বিবেচনা করা হবে।