নাশকতার পরিকল্পনায় কলকাতা থেকে গোপনে দেশে ফিরে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের নিষিদ্ধ সভাপতি মিনহাদুল হাসান রাফি শেষ পর্যন্ত ধরা পড়েছেন পুলিশের হাতে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে ফেনীর মহিপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি পুলিশ)।
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মিনহাদুল হাসান রাফি কলকাতা থেকে চুপিসারে কুমিল্লায় প্রবেশ করেন বলে জানায় পুলিশ। তার অবস্থান শনাক্ত করে স্থানীয় পুলিশের সহায়তায় কুমিল্লা ডিবি অভিযান চালায় এবং ফেনীর মহিপাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাফির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আগে থেকেই চলমান ছিল। কুমিল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় তার বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ গণমাধ্যমকে জানান, আগস্ট মাসকে ঘিরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল রাফির। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় সে পরিকল্পনা ভেস্তে যায়। গ্রেপ্তারের পর শুক্রবার বিকেলে তাকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে রাজনৈতিক মহলে রাফির গোপন প্রত্যাবর্তন ও নাশকতার পরিকল্পনা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ হলেও সংগঠনের সাবেক সভাপতির এমন সক্রিয়তা ছাত্র রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।