কোনো উচ্ছ্বাস-প্রতিহিংসা কিছুই নয়, হাসিনার পালানোর খবর শুনে খালেদা জিয়া শুধু বলেছিলেন “আলহামদুলিল্লাহ”

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকারের পতনের সময় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল-এ ভর্তি ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)। ওই সময়ে তাঁর চিকিৎসক দল তাঁকে জানান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এমন খবর শোনার পর বেগম জিয়ার মুখে উচ্চারিত হয়— ‘আলহামদুলিল্লাহ’।

রবিবার (৩ আগস্ট) এই ঘটনার কথা তুলে ধরেন প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য (Pinaki Bhattacharya)। নিজের ফেসবুক পেজে একটি পোস্ট ও ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে দেখা যায় বেগম খালেদা জিয়ার চিকিৎসকরা তাঁকে হাসিনার দেশত্যাগের খবর জানাচ্ছেন।

পোস্টে পিনাকী লিখেছেন, “ম্যাডাম প্রথম শুনছেন হাসপাতালের বেডে থেকে— হাসিনা পালিয়েছে। তিনি তখন এভারকেয়ারে ভর্তি। হাসিনার পালানোর খবর ম্যাডামকে প্রথম দেন উনার চিকিৎসক দল। এই মুহূর্তটা ঐতিহাসিক।” ভিডিওটি আরও আগে ধারণ করা উচিত ছিল বলে আফসোসও প্রকাশ করেন তিনি। ভিডিওতে কথা বলছিলেন খালেদা জিয়ার চিকিৎসক দলের প্রধান অধ্যাপক এফ এম সিদ্দিকী।

এই ঘটনার প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে পিনাকী বলেন, “ম্যাডাম হাসিনার পালানোর খবরটা শুনে বলেছিলেন, ‘আলহামদুলিল্লাহ’। কোনও আলাদা উচ্ছ্বাস নাই, প্রতিহিংসা নাই, আছে শুধু প্রশান্ত মুখে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানানো। বর্ষা বিপ্লবের স্টেক দাবি করার সময়ে যেন আমরা ম্যাডামের প্রতিক্রিয়ার কথা মনে রাখি।”

পিনাকী ভট্টাচার্য তার পোস্টে আরও বলেন, “সকল প্রশংসা সৃষ্টিকর্তার, তিনি রহম করেছিলেন, এ জন্যই আমরা ফেরাউনের হাত থেকে মুক্তি পেয়েছি। এই অছিলায় আসুন আমরা ম্যাডামের পূর্ণ সুস্থতার জন্য দোয়া করি।”

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। সরকারের আমলে একাধিকবার তাঁকে চিকিৎসা নিতে হয়েছে বিদেশে যাওয়ার অনুরোধ জানিয়ে। কিন্তু অনুমতি না পাওয়ায় তাঁকে দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসা নিতে হয়েছে।

এই প্রেক্ষাপটে, শেখ হাসিনার সরকারের পতনের সময় হাসপাতালে অবস্থান করেও খালেদা জিয়ার প্রতিক্রিয়া ছিল শান্ত ও আস্থাবান— যা অনেকের কাছে হয়ে উঠেছে এক প্রতীকী মুহূর্ত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *