জুলাই মাসজুড়ে ঘোষিত রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে আজ (৩ আগস্ট, রবিবার) রাজধানীর শাহবাগে বিশাল সমাবেশ করতে যাচ্ছে ছাত্রদল (Chhatra Dal)। বিএনপির অঙ্গসংগঠনটির দাবি, এই সমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে দিতে যাচ্ছে। ইতোমধ্যে শাহবাগে সমাবেশস্থলে মঞ্চ নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং কেন্দ্রীয় নেতারা স্বশরীরে পরিদর্শন করেছেন প্রস্তুতি।
সমাবেশে ভিডিও বার্তার মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তারেক রহমান (Tarique Rahman), যিনি বর্তমানে বিএনপির (BNP) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই বক্তব্যকে ঘিরেও নেতাকর্মীদের মধ্যে প্রবল আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতারা জানান, এই সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী অংশ নিতে পারেন। অনেকেই ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে রওনা হয়েছেন ঢাকার উদ্দেশে। বিশেষ করে জেলা, মহানগর, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন। তাদের সমন্বয়ের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অঞ্চলভিত্তিক দায়িত্বও ভাগ করে দেওয়া হয়েছে।
নেতাদের প্রত্যাশা—অতীতের যে কোনো ছাত্রদলীয় সমাবেশের চেয়ে এবারের উপস্থিতি হবে ব্যাপক এবং তা দলীয় মনোবলকে নতুন মাত্রা দেবে। ছাত্রদল নেতারা মনে করছেন, এই সমাবেশ হবে একটি ‘মাইলফলক’ যা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে।