ছাত্রশিবির ‘গাদ্দারি’ বেছে নিয়েছে—বিস্ফোরক অভিযোগ এনসিপি নেতা মাহিন সরকারের

জাতীয় নাগরিক পার্টি (NCP) (National Citizen Party)-এর যুগ্ম সদস্যসচিব মাহিন সরকার ছাত্রশিবিরের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ করে বলেছেন, সংগঠনটি এখন ‘গাদ্দারি’র পথেই হাঁটছে এবং ছাত্রলীগের ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতেই তাদের ভূমিকা যেন পরিকল্পিত মনে হচ্ছে।

শনিবার (২ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। সামাজিক মাধ্যমে দেওয়া এই বক্তব্যে মাহিন সরকার ছাত্রশিবির (Islami Chhatra Shibir)-এর বর্তমান অবস্থান ও কর্মকাণ্ড নিয়ে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন।

তার ভাষ্য অনুযায়ী, “ছাত্রশিবির এখন স্পষ্টভাবে গাদ্দারি বেছে নিয়েছে। আর তাদের নেতৃত্ব ক্রেডিট নিতে গিয়ে অজান্তেই হাসিনার ষড়যন্ত্রতত্ত্বকে সত্য প্রমাণ করছে।” এই বক্তব্যের মাধ্যমে মাহিন পরোক্ষভাবে ইঙ্গিত করেছেন, ছাত্রশিবিরের কিছু কর্মকাণ্ড যেন আওয়ামী লীগ সরকার তথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-র রাজনৈতিক গল্পকেই সত্যিতে রূপ দিচ্ছে।

তিনি আরও লিখেছেন, “ছাত্রশিবির মূলত ছাত্রলীগের ন্যারেটিভকে শক্তিশালী করার প্রজেক্ট হাতে নিয়েছে বলে মনে করছি। ৫ আগস্টের আগে যখন ছাত্রলীগ এক্সিস্ট করতো, তখন শিবির এক্সিস্ট করতো না—কারণ, তারা অনেকেই ছিল ছাত্রলীগের পোস্টেড নেতা। এটা তো আর মিথ্যা নয়।”

মাহিন সরকারের বক্তব্যে আরও উঠে আসে ক্ষোভ ও হতাশার সুর। তিনি লেখেন, “বড় ভাই হিসেবে আপনাদের সম্মান করি বলে যাচ্ছেতাই করলে মেনে নেবো না।” তার এই মন্তব্যের মাধ্যমে বোঝা যায়, তিনি ছাত্রশিবিরের প্রতি একধরনের অতীতের শ্রদ্ধাবোধ রাখলেও, বর্তমান অবস্থান তাকে প্রচণ্ডভাবে হতাশ করেছে।

মাহিন সরকারের এই পোস্ট ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। ছাত্রশিবিরের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *