শতভাগ নিশ্চয়তা—প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই ভোট হবে: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান (Md. Rashed Khan) দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, প্রধান উপদেষ্টা যে সময়সীমায় নির্বাচন ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন, ঠিক সেই সময়েই ভোট অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে তিনি শতভাগ গ্যারান্টি দিচ্ছেন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ বক্তব্য দেন তিনি।

পোস্টে রাশেদ খান লেখেন, প্রধান উপদেষ্টা ছাত্রদের দল গঠনের জন্য যথেষ্ট সময় দিয়েছেন। কিন্তু ক্রমাগত বিতর্ক এবং নানা ঘটনা প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টাদের বিব্রত করেছে। এমন পরিস্থিতিতে তারা কেউ আর নতুন দায় নিতে চান না। তাই ঐক্যমতের ভিত্তিতে সংস্কার ও বিচারের একটি রূপরেখা তৈরি করে নির্বাচন আয়োজনের মাধ্যমে সম্মানজনক বিদায় নিতে চান। বয়সের এই পর্যায়ে এসে কারওই বেইজ্জতি হওয়ার ইচ্ছে নেই বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, প্রধান উপদেষ্টা যেভাবে রোডম্যাপ দিয়েছেন, সেটিই বাস্তবায়ন করা হবে—এতে কোনো পরিবর্তনের সুযোগ নেই। সেই ক্ষমতাও প্রধান উপদেষ্টার হাতে নেই। রাশেদের ভাষায়, “আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি, ঘোষিত সময়েই নির্বাচন হবে।” তবে তিনি সতর্ক করে বলেন, মাঝপথে কেউ কেউ জটিলতা তৈরি করে ‘১/১১’ পরিস্থিতি আনার চেষ্টা করতে পারে। বিষয়টিকে তিনি ব্যঙ্গ করে বলেন, “জেদের ভাত কুত্তা দিয়ে খাওয়ানোর মতো—আমি ক্ষমতায় যেতে পারিনি, তাই অন্যকেও যেতে দেব না; প্রয়োজনে হট্টগোল তৈরি করব।”

তিনি স্পষ্ট করেন, যেকোনো ষড়যন্ত্র সত্ত্বেও ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে—এটি ড. মুহাম্মদ ইউনূস (Dr. Muhammad Yunus)-এর প্রতিশ্রুতি। রাশেদের দাবি, ইউনূস কোনো ফাঁদে পড়ে সেই ওয়াদা ভঙ্গ করবেন না। বরং তিনি রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন, সময় নষ্ট না করে মাঠে-ঘাটে, গ্রাম-গঞ্জে গিয়ে জনগণের কাছে দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে হবে এবং সরাসরি মানুষের সমর্থন অর্জনের চেষ্টা করতে হবে।

তার মতে, নির্বাচন ঠেকানোর সব প্রচেষ্টা শেষ পর্যন্ত শক্তি ও সময়ের অপচয় হবে। আসল সুফল পাবেন কেবল তারাই, যারা বাগাড়ম্বর আর ষড়যন্ত্র ত্যাগ করে তৃণমূলে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *