বিএনপির ফজলুর রহমানকে অবাঞ্ছিত করার ঘোষণা

কিশোরগঞ্জে রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে বিএনপি (BNP) চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান-এর সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে। বুধবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা স্পষ্ট জানিয়ে দেন—তিনি যদি তার বক্তব্য প্রত্যাহার না করেন, তবে কিশোরগঞ্জ জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ফজলুর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগ ও মুজিববাদী রাজনীতির সঙ্গে জড়িত থাকার পর বর্তমানে বিএনপির হয়ে বক্তব্য দিলেও, তার কথাবার্তায় আওয়ামী লীগের রাজনৈতিক বয়ানই প্রতিফলিত হচ্ছে। তাদের ভাষায়, “যে মুজিববাদকে আমরা উপড়ে ফেলেছি, সেই মুজিববাদের সৈনিক এখন খালেদা জিয়ার উপদেষ্টা পরিচয়ে বিএনপিতে সক্রিয়। তিনি শহীদদের অবমাননা, আহতদের তিরস্কার এবং অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে আওয়ামী বয়ান প্রচার করছেন। অবিলম্বে তাকে বিএনপি থেকে বহিষ্কার করে দলকে দায়মুক্ত করা উচিত।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক ইকরাম হোসেন জানান, গত রোববার এক অনুষ্ঠানে ফজলুর রহমান, নাহিদ ইসলাম ও এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, “তিনি মুক্তিযোদ্ধা হওয়ায় সম্মান দেখিয়ে আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি বক্তব্য প্রত্যাহারের জন্য। তা না হলে ছাত্র-জনতা কঠোর আন্দোলনে নামবে।”

এসময় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম-এর বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা জানানো হয়। ইকরাম হোসেন আশঙ্কা প্রকাশ করে বলেন, “বিপ্লবের এক বছরের মাথায় বিপ্লবীদের মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এলেও আমাদেরকে পুলিশ হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের আওয়ামী ন্যারেটিভ মামলায় ফাঁসানো হতে পারে।”

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূইয়া ও অন্যান্য সাবেক নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *