বেসরকারি টেলিভিশন মাই টিভি (My TV)-এর চেয়ারম্যান নাসির উদ্দীন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রবিবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর গুলশান এলাকায় বিশেষ অভিযানে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম (Mohammad Nasirul Islam)।
ডিবি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া এক হত্যাকাণ্ডের মামলায় যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া অভিযোগপত্রে নাসির উদ্দীন সাথীর নাম রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে গ্রেপ্তারের পর তাকে গুলশান থানায় নেওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ সম্পন্ন করা হয়। পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সোমবার আদালতে তাকে হাজির করা হবে এবং রিমান্ড চেয়ে আবেদন করা হবে।
গ্রেপ্তারের ঘটনায় গণমাধ্যম মহলসহ রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। দেশের একটি বহুল পরিচিত টেলিভিশন চ্যানেলের চেয়ারম্যানের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।