প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুলাহ মুহাম্মদ তাহের বলেছেন, ‘আপনি বলেছেন সংস্কারের পর নির্বাচন। তাহলে এখন সংস্কার নিয়ে টালবাহানা কেন? আমরা কি ৩০ দিন চড়ুইভাতি খেলতে গিয়েছিলাম। এটা কি হা-ডু-ডু খেলা ছিল। খেলা খেলা ছিল। আমরা তো সিরিয়াসলি নিয়েছি।’
রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশন মিলনায়তনে দলটির ‘জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সৈয়দ আব্দুলাহ মুহাম্মদ তাহের বলেন, ‘আমরা বলেছি সংস্কার করতে হবে। প্রধান উপদেষ্টা বলেছিলেন- সংস্কার, দৃশ্যমান বিচার তারপর নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের নামে কমিশন করেছেন। আমরা বসেছি বার বার, ঐকমত্যে পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করেই তারিখ ঘোষণা করে দিয়েছেন।’
জামায়াতের নায়েবে আমির বলেন, ‘তারিখের ব্যাপারে তো আমরা দ্বিমত পোষণ করছি না। আমি অনুরোধ করছি তারিখ আগাইয়া এটা ১৩ ডিসেম্বর করেন। জামায়াতে ইসলামী চায় আগামী ১৩ ডিসেম্বর নির্বাচন হোক।’
উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অসুবিধা আছে…আমাদের কোনো অসুবিধা নাই। ডিসেম্বরে নাই, জানুয়ারিতে নাই, ফেব্র“য়ারিতেও নাই। এপ্রিলে দিলেও কোনো অসুবিধা ছিল না। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত।’
তাহের বলেন, ‘এইটা কি খেলা? জনগণের আন্দোলনের ফসল হিসেবে যাদের উপর আস্থা রেখে জাতি তাদের ক্ষমতায় বসিয়েছিল আজকে তারা জাতির আকাক্সক্ষা পূরণ করতে পারেনি।’
যেই জনগণ আপনাদের ক্ষমতায় বসিয়েছে, সেই জনগণ মরে নাই বলে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন জামায়াতের এ নেতা।