চট্টগ্রামে ঘুষ গ্রহণের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। এর প্রেক্ষিতে নগর পুলিশের নারী ও শিশু শাখায় কর্মরত এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন এসআই শাহিন ভূঁইয়া (Shahin Bhuiyan)।
শাহিন ভূঁইয়া এতদিন চট্টগ্রাম আদালতের নারী ও শিশু শাখায় জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) পদে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (২২ আগস্ট) তাকে আদালতের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন (Mofiz Uddin) জানান, ঘুষ নেওয়ার অভিযোগ ওঠায় শাহিন ভূঁইয়াকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
৩২ সেকেন্ডের সেই ভাইরাল ভিডিওতে স্পষ্ট দেখা যায়, আদালত ভবনের দ্বিতীয় তলার কক্ষে বসা অবস্থায় শাহিন ভূঁইয়া এক আইনজীবীর কাছ থেকে টাকা নিচ্ছেন। আইনজীবী মানিব্যাগ থেকে তিনটি নোট বের করলে তিনি তা গুনে নিজের কাছে রেখে দেন।
এদিকে ভিডিওটির সময়কাল নিয়েও তথ্য পাওয়া গেছে। জানা গেছে, এটি রেকর্ড করা হয়েছিল গত ঈদুল আজহার আগের সময়ে। ভিডিও প্রকাশ্যে আসার পর আইনজীবী মহল থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বলছেন, বিচার বিভাগ সংশ্লিষ্ট জায়গায় এ ধরনের ঘুষের ঘটনা গোটা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও নড়বড়ে করে দিচ্ছে।