ভোলায় সময় টিভির সাংবাদিক ও ক্যামেরাম্যানের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

ভোলার দৌলতখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন সময় টিভি (Shomoy TV)-এর সহযোগী সিনিয়র রিপোর্টার মো. নাসির উদ্দিন লিটন ও তার সঙ্গে থাকা ক্যামেরাম্যান উৎপল দেবনাথ। এ ঘটনায় দৌলতখান থানায় লিখিত অভিযোগসহ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।

থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় হাবু চেয়ারম্যানের বরফ মিল সংলগ্ন রাসেল কাজির বাড়িতে সরকার প্রদত্ত জেলেদের সহায়তার গরু বিতরণ সংক্রান্ত তথ্য সংগ্রহে যান নাসির উদ্দিন লিটন। এ সময় স্থানীয় বিএনপি নেতা কাজি রাসেল, নিজাম কাজী, কাজি রাকিব ও রিয়াজসহ কয়েকজন সাংবাদিকদের উপস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠে।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রথমে নাসির উদ্দিন লিটন ও উৎপল দেবনাথকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে উত্তেজিত হয়ে তাদের এলোপাতাড়ি মারধর করা হয়, শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয় এবং ধাক্কা দিয়ে বাড়ির বাইরে এনে রাস্তায় ফেলে দেওয়া হয়।

নাসির উদ্দিন লিটনের দাবি, কাজি রাসেল তাদের প্রাণনাশের হুমকি দেন এবং ঘটনাটির ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। স্থানীয় লোকজন এগিয়ে আসার পর রাসেল প্রকাশ্যে ভয়ভীতি প্রদর্শন করে স্থান ত্যাগ করে। এ সময় ক্যামেরাম্যান উৎপল দেবনাথের হাতে থাকা ক্যানন ক্যামেরা (মডেল নং AG-AC9OEN) কেড়ে নিয়ে সজোরে ফেলে দেওয়া হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

সাংবাদিক নাসির উদ্দিন লিটন থানায় লিখিত অভিযোগ দিয়ে বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে প্রকাশ্যে হামলা ও হুমকির শিকার হয়েছি। আমরা আমাদের নিরাপত্তা চাই এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।”

এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, “সময় টিভির সাংবাদিকের উপর হামলার বিষয়টি জেনেছি। লিখিত অভিযোগ (জিডি) নেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে দৌলতখান উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার (Faruk Hossain Talukder) বলেন, “সাংবাদিকের উপর হামলার ঘটনাটি আমরা শুনেছি। বিষয়টি দুঃখজনক। আমরা সাংগঠনিকভাবে তদন্ত করে ব্যবস্থা নেব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *