নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক কর্মী সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে বিস্তর ইঙ্গিত দিলেন জমিয়াতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী (Monir Hossain Kasemi)। তিনি দাবি করেন, খুব শিগগিরই দেশের রাজনীতিতে নতুন মেরুকরণ দেখা যাবে—যেখানে খেজুর গাছের প্রতীকের পাশে থাকবে বিএনপির ধানের শীষ।
শুক্রবার বিকেলে সদর উপজেলার আলীরটেক ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কাসেমী বলেন, “স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক খেজুর গাছের পাশে যদি বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর ছবি শোভা পায়, তখন জনগণ ঐক্যবদ্ধ না হয়ে পারবে না।”
তিনি অভিযোগ করেন, রাজধানীর এত কাছে থাকা সত্ত্বেও আলীরটেক এখনও অবহেলিত। তার ভাষায়, “এটা যেন বাত্তির নিচে অন্ধকার।” এলাকাবাসীর উদ্দেশে প্রতিশ্রুতি দিয়ে কাসেমী বলেন, নির্বাচিত হতে পারলে ধলেশ্বরী নদীর ওপর সেতু নির্মাণ থেকে শুরু করে গ্রামীণ অবকাঠামোর রূপান্তর ঘটাবেন। তিনি বলেন, “যদি প্রয়োজন হয়, পায়ে ধরে হলেও ব্রিজ নিয়ে আসবো আপনাদের জন্য। আর রাস্তা আর সংকীর্ণ থাকবে না, হবে অন্তত ১৬ ফুট।”
আলীরটেক ইউনিয়ন জমিয়তে উলামায়ে ইসলামের আহ্বায়ক মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আলীরটেক মাদ্রাসার মুহতামিম হাফেজ আতাউল হক সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
এ সময় মনির কাসেমী আরও প্রতিশ্রুতি দেন, এলাকার মানুষকে আর নৌকায় পারাপারের কষ্ট করতে হবে না। উন্নত যোগাযোগব্যবস্থা, গ্যাস-বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পাশাপাশি তিনি মাদক ও দুর্নীতি দমনে কঠোর অবস্থানের আশ্বাস দেন।