ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি (BNP)। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) জানিয়েছেন, অচিরেই শুরু হবে দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই সংবিধান পরিবর্তন মেনে নেবে না বিএনপি। তবে তিনি উল্লেখ করেন, প্রয়োজন হলে সংশোধন কেবলমাত্র নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব।
রাজনীতির অঙ্গন এখনো সরগরম নির্বাচনের সময়সূচি, সংবিধান ও সম্ভাব্য সংস্কার ইস্যুতে। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে গুঞ্জন ও বিতর্ক চলছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতেই বিএনপি সরকারের নির্ধারিত সময়সূচির ওপর আস্থা রাখার ঘোষণা দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, “আমাদের দলে কোনো অনিশ্চয়তা নেই। আমরা নির্দিষ্ট সময়েই নির্বাচন হবে বলে বিশ্বাস করি।” তিনি জানান, শিগগিরই প্রার্থী যাচাই-বাছাই শুরু হবে এবং এ ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে ব্যক্তিগত ভাবমূর্তি ও অতীতের রাজপথের ভূমিকার ওপর।
সংবিধান নিয়ে প্রশ্নের জবাবে মহাসচিবের দৃঢ় বক্তব্য ছিল, “কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মানবে না বিএনপি।” তার মতে, নির্বাচিত সংসদই একমাত্র ক্ষমতাপ্রাপ্ত জায়গা যেখানে প্রয়োজন হলে সংশোধন সম্ভব।
এসময় তিনি সতর্ক করে দেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।