ভিপি প্রার্থী আব্দুল কাদেরকে সমর্থন জানিয়ে ফেসবুক পোস্ট, সমালোচনায় পড়ে ডিলিট করলেন উপদেষ্টা আসিফ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ঘিরে নতুন বিতর্কে জড়ালেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। ভিপি প্রার্থী আব্দুল কাদের (Abdul Kader)–এর সমর্থনে ফেসবুকে পোস্ট দেওয়ার পরপরই তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। পরে পরিস্থিতি সামাল দিতে পোস্টটি মুছে ফেলেন এই উপদেষ্টা।

মঙ্গলবার বিকেলে আব্দুল কাদেরের একটি পোস্ট শেয়ার করে আসিফ মাহমুদ লিখেছিলেন, ‘ডাকসুতে ভোটার হইনি, তবে প্রার্থীর আধিক্য দেখে মনে হচ্ছে ভোটার হওয়া উচিত ছিল।’ শুধু তাই নয়, পোস্টের শেষে ভিপি প্রার্থীকে সরাসরি মেনশন করে শুভকামনাও জানান তিনি। উল্লেখ্য, আব্দুল কাদের বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

তবে কিছুক্ষণের মধ্যেই সেই পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হলে দ্রুতই পোস্টটি ডিলিট করতে বাধ্য হন আসিফ মাহমুদ।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ (Abu Hanif)। তিনি প্রশ্ন তুলেছেন, ‘সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা ডাকসুর নির্দিষ্ট প্রার্থীর জন্য প্রকাশ্যে শুভকামনা জানাতে পারেন কীভাবে? এতে তো স্বাভাবিকভাবেই আশঙ্কা তৈরি হয় যে, সরকার হয়ত এই নির্বাচনে হস্তক্ষেপ করতে পারে। এটাই কি তার নমুনা নয়?’

তিনি আরও যোগ করেন, ‘একজন উপদেষ্টা প্রকাশ্যে পোস্ট দিয়ে আবার ডিলিট করে দেন—এটা কেমন বাকস্বাধীনতা!’

উল্লেখ্য, ডাকসু ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা ইতোমধ্যেই প্রকাশ হয়েছে। তাতে ভিপি পদসহ বিভিন্ন পদে মোট ৪৭১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *