রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (Jatiya Party) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার রাতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সেখানে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad) নেতাকর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন দলের সভাপতি নুরুল হক নুর।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, রাত সোয়া ৮টার দিকে গণ অধিকার পরিষদের নেতারা দ্বিতীয়বারের মতো জাপা কার্যালয়ের সামনে জড়ো হন। এরপরই শুরু হয় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া।
সংঘর্ষের মধ্যে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনাস্থলে সেনাবাহিনী এসে প্রথমে জাপা নেতাকর্মীদের সরিয়ে দেয়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণ অধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয়। কিন্তু নির্ধারিত সময়ে না সরায় শুরু হয় ব্যাপক লাঠিচার্জ, যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বহু নেতাকর্মী আহত হন বলে জানা গেছে। দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, “আমাদের বিজয়নগর কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেখানে পুলিশ হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। এতে ভিপি নুর গুরুতর আহত হন, পাশাপাশি আরও প্রায় ৫০ জন নেতাকর্মী আঘাতপ্রাপ্ত হন।”
অন্যদিকে জাতীয় পার্টির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে তাদের ওপরই হামলা চালিয়েছে। এ ঘটনায় জাপারও কয়েকজন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।