ময়মনসিংহে গণঅধিকার পরিষদের বিক্ষোভে জাতীয় পার্টির অফিস ভাঙচুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুর (Nurul Islam Nur) ও তার সহযোগীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরে দলীয় বিক্ষোভ মিছিল শেষে ক্ষুব্ধ কর্মীরা স্থানীয় জাতীয় পার্টির (Jatiya Party) অফিসে ভাঙচুর চালায়। ঘটনার সময় চারপাশে আতঙ্ক সৃষ্টি হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (Ziaur Rahman)-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় কলেজ এলাকায় এসে শেষ হয়। মিছিল সমাপ্তির পরপরই উপজেলা জাতীয় পার্টির অফিসে হামলা চালানো হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি ওবায়দুর রহমান জানান, নুরুল ইসলাম নুরের ওপর হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। এ সময় জাতীয় পার্টির অফিসের সাইনবোর্ড ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিক্ষোভ মিছিল থেকে ঘোষণা দেওয়া হয়, নুরুল ইসলাম নুরের ওপর হামলার দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এ সময় বিক্ষোভে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক কাঞ্চন আহমেদ, ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আমির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহসহ আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *