জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ তোলেন, এ হামলার সঙ্গে জড়িত জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami), ইসলামী ছাত্রশিবির (Islami Chhatra Shibir) এবং গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad)।
বিক্ষোভ মিছিল চলাকালে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে কাকরাইল। শোনা যায়—“জাতীয় পার্টি অফিসে হামলা কেন, প্রশাসন জবাব চাই”, “মরবো না লড়বো, লড়বো লড়বো”, “আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না বুলেট বোমা।”
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, গণঅধিকার পরিষদের নেতা ভিপি নুরের দলসহ জামায়াত-শিবিরের লোকজন পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তাদের দাবি, ২২ দলীয় ঐক্যজোটের একটি সমাবেশ শেষে বড় মিছিল নিয়ে এসে তারা জাতীয় পার্টির কার্যালয়ে এক বছরের মধ্যে চতুর্থবারের মতো সহিংসতা চালালো।