বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের আহ্বায়ক ও ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী আবু বাকের মজুমদার (Abu Bakar Mojumdar)-এর বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ তুলেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib)।
ঘটনার সূত্রপাত একটি ছবিকে কেন্দ্র করে। ২০২২ সালে ছাত্রলীগ আয়োজিত একটি কর্মসূচিতে আবু বাকের মজুমদারের অংশগ্রহণের ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সেই ছবিটি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে শেয়ার করেন রাকিবুল ইসলাম রাকিব।
ছবিটি শেয়ার করার পর রাকিব লিখেছেন— “খুনি হাসিনার আমলে আবিদ, হামিম, মায়েদরা যখন দেশের পক্ষে লড়াই করছিল, তখন অনেকেই সন্ত্রাসী ছাত্রলীগের পতাকার নিচে আশ্রয় নিয়েছিল।”
তিনি আরও যোগ করেন, “তারই সর্বশেষ সংযোজন ডাকসুর জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।”
অভিযোগের সুরে রাকিব উল্লেখ করেন, “খুনি হাসিনার জন্মদিন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান কর্মশালায় উপস্থিত সবার ছাত্রলীগের প্রতি আনুগত্য স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল।”
এই পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষত ডাকসু নির্বাচনের প্রাক্কালে আবু বাকেরের অতীত অংশগ্রহণের বিষয়টি নতুন করে আলোচনায় চলে এসেছে।