ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (Chhatra Dal), অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে—এমন অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহাদ (SM Forhad)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরহাদ অভিযোগ করেন, ভোটকেন্দ্রের একশ মিটারের ভেতরে প্রচারণা চালানো নিষিদ্ধ হলেও ছাত্রদল প্রকাশ্যে এই নিয়ম ভঙ্গ করছে। তিনি বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হলেও তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না; বরং সব অভিযোগে নীরবতা প্রদর্শন করছে। যদিও তিনি এ সময় আরও উল্লেখ করেন, এখনো সামগ্রিক ভোটের পরিবেশ সন্তোষজনক রয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, যেন সকলে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হয়।
এদিকে নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোটকেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান (Abidul Islam Khan)। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে জগন্নাথ হলের শিক্ষার্থীদের ভোটদানের অংশে প্রবেশ করার সময় তিনি অভিযোগ করেন, প্রার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো কার্ড সরবরাহ করেনি। সেই কারণেই তাকে মেয়েদের হলের ভোটকেন্দ্রে ঢুকতে দেয়া হচ্ছে না।
অন্যদিকে একই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম (Abu Sadiq Kayem)। তিনি বলেন, “সব প্রার্থী, ভোটার এবং নির্বাচন কমিশনকে দায়িত্বশীল আচরণ করতে হবে। অনেক বহিরাগত ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে, তাই প্রশাসনের উচিত সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা।”
এদিকে টিএসসি কেন্দ্র পরিদর্শনে দেখা যায়, সকাল থেকেই দীর্ঘ লাইনে শিক্ষার্থীরা ভোট দিতে অপেক্ষা করছেন। কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থীরাই ভোটকেন্দ্রে প্রবেশের অনুমতি পাচ্ছেন। তবে মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবেশপথে প্রার্থীদের প্রতিনিধিরা ভোটারদের হাতে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণ করতে দেখা গেছে।