ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুল ইসলাম খান, যিনি জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেলের প্রার্থী। ভোটের দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, “ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না।”
মঙ্গলবার সকাল ১০টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল ভোটকেন্দ্রের সামনে তিনি এ কথা বলেন। শারীরিক শিক্ষা কেন্দ্রে নিয়ম ভেঙে প্রবেশ করার অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবিদুল স্পষ্ট করেন, তিনি রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই সেখানে প্রবেশ করেছিলেন।
এদিন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিমও নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন। সকাল পৌনে নয়টার দিকে তিনি জানান, ভোট শুরুর পর প্রথম ৪৫ মিনিটের পরিবেশ ভালো ছিল। তার আশা, এ পরিবেশ পুরো সময় ধরে বজায় থাকবে।
নির্বাচনে জয় নিয়ে শতভাগ আশাবাদী উল্লেখ করে তানভীর বলেন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণই পরিস্থিতি বদলে দিতে পারে। তিনি সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
সাংবাদিকরা যখন ভোট দেয়ার অভিজ্ঞতা জানতে চান, তানভীর জানান, একজন ভোটার হিসেবে তার ভোট দিতে ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে। প্রার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় সময় বেশি লেগেছে বলেও তিনি মন্তব্য করেন। পাশাপাশি তিনি মনে করেন, বুথের সংখ্যা আরও বাড়ানো হলে শিক্ষার্থীদের জন্য সুবিধা হতো।