ছাত্রদল-ছাত্রশিবির আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে: আব্দুল কাদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গুরুতর অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত ভিপি প্রার্থী আব্দুল কাদের। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রগুলোতে শৃঙ্খলা রক্ষা করা হয়নি এবং প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলো নিয়ম ভেঙে প্রচারণা চালিয়েছে।

আব্দুল কাদের বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক হলেও বেশ কিছু অসঙ্গতি চোখে পড়েছে। তার ভাষায়, “কয়েকজন প্রার্থী অভিযোগ করেছেন তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা নিজের চোখেও বিশৃঙ্খলা দেখেছি। নিয়ম অনুযায়ী ১০০ গজের মধ্যে কোনো প্রার্থীর স্লিপ বা টোকেন দেয়া নিষিদ্ধ, কিন্তু সেই নিয়ম মানা হয়নি। তবে নির্বাচন কমিশন যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে, তাহলে ভালো ফলাফল আশা করা যায়।”

সাংবাদিকদের প্রশ্নে তিনি আরও জানান, যদি বাগছাসের কোনো প্রার্থী প্রচারণা চালিয়ে থাকেন, তবে সেটিও আচরণবিধি লঙ্ঘন। এ বিষয়ে তিনি বলেন, “আমরা সবাইকে আগেই সতর্ক করে দিয়েছি। আমার বিশ্বাস আর কেউ এমন করবে না।”

কাদেরের অভিযোগ শুধু ছাত্রদল নয়, ছাত্রশিবিরকেও ঘিরে। তিনি জানান, এই সংগঠনটিও নির্বাচনের দিন প্রচারণা চালাচ্ছে। এ সময় তিনি নির্বাচন কমিশনের তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন। তার মতে, “কমিশনের পর্যাপ্ত লোকবল মাঠে নেই। এটা আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা আহ্বান জানাব, কমিশন যেন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে।”

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদের ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

ডাকসু নির্বাচনে ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি প্রতিটি হলে ১৩টি করে ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। অর্থাৎ, প্রতিটি ভোটারকে সর্বমোট ৪১টি ভোট প্রদান করতে হবে।

এবারের নির্বাচনে আংশিক ও পূর্ণাঙ্গ মিলিয়ে অন্তত ১০টি প্যানেল অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, বাম ছাত্র সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘প্রতিরোধ পর্ষদ’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রশিবির, তিনটি বাম সংগঠনের জোট ‘অপরাজেয় ৭১, অদম্য ২৪’, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *