ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শুরু হচ্ছে কিছুক্ষনের মধ্যেই । সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত আটটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ভোটগ্রহণ। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসজুড়ে উত্তেজনা ও আলোচনার ঝড় বইছে।
ঠিক ভোটের আগের রাতে প্রতিরোধ পর্ষদের সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেঘমল্লার বসু (Meghmallar Basu) নিজের সমর্থক ও ভোটারদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কড়া বার্তা দেন। সোমবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি ভোটারদের সামনে শর্ত ও সতর্কবার্তা তুলে ধরেন।
সেই পোস্টে মেঘমল্লার স্পষ্টভাবে লিখেছেন, “যারা আমার ভোটার, তাদের একটা কথা জানাতে চাই। আমাকে যদি আপনারা যোগ্য না মনে করেন, তাহলে আমাকে ভোট দেবেন না। কিন্তু আমাকে ভোট দিলে অন্য কেউ জিতবে— স্টেট এজেন্সির বানানো এই ভুয়া ক্যালকুলেশান মেনে যদি আমাকে ভোটবঞ্চিত করেন, তাহলে তা হবে গাদ্দারি।”
তার অভিযোগ, ভোটের মাঠে বিভিন্ন মহল কৃত্রিম সমীকরণ তৈরি করে ভোটারদের বিভ্রান্ত করছে। তিনি আরও উল্লেখ করেন, “শিবির ঠেকাতে যাদের বিকল্প ভাবছেন, তাদের শিবিরের সঙ্গে লিয়াজোর ইতিহাস বহু পুরনো। আমি জিতি বা হারি— প্রান্তিক মানুষের জন্য লড়াই চালিয়ে যাব। সেই লড়াইয়ে আমাকে ক্ষমতায়িত করবেন কি না, সেটা আপনার চয়েজ। যদি বিশ্বাস রাখেন, আমি জিতেই ফিরব।”
এদিকে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন। মোট ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী প্রার্থী।