পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগ ছাত্রদল সভাপতির

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন পর্যাপ্ত সংখ্যক পোলিং এজেন্টকে কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়নি—এমন গুরুতর অভিযোগ তুলেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব (Rakibul Islam Rakib)। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ প্রকাশ করেন।

রাকিব বলেন, “সব ভোটকেন্দ্রে পর্যাপ্ত পোলিং এজেন্ট ঢুকতে দেওয়া হয়নি। কেন্দ্রের ভেতরে যারা দায়িত্ব পালন করছেন তারা জানিয়েছেন, পোলিং এজেন্ট কম থাকার কারণে যদি কোনো ভোটার দুটি ব্যালট পেপার পান, তা যাচাই করার কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ মনিটরিং দুর্বল হয়ে পড়ছে, আর তাতে একাধিক ব্যালট পেপার বিতরণের ঝুঁকি থেকে যাচ্ছে। এটি বড় ধরনের আশঙ্কা, যা আমরা আগেই অনুমান করেছিলাম।”

তিনি আরও অভিযোগ করে বলেন, “প্রতি কেন্দ্রে আটজন করে পোলিং এজেন্ট দেওয়ার কথা ছিল। সে অনুযায়ী আমরা নাম জমা দিয়েছিলাম। কিন্তু বাস্তবে সুযোগ দেওয়া হয়েছে একজনকে। ২০ থেকে ৩০টি বুথের জন্য একজন এজেন্ট যথেষ্ট নয়, তার পক্ষে সব কার্যক্রম দেখা সম্ভব নয়।”

ছাত্রদল সভাপতির দাবি, নিরাপত্তা পাসও তারা পেয়েছেন অনেক দেরিতে, রাত গভীরে এসে তা হাতে এসেছে। তবে তিনি আশ্বাস দেন, “সুষ্ঠু ভোটের মাধ্যমে যে ফলাফল আসবে আমরা তা মেনে নেব।”

অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। পাশাপাশি ১৮টি হল সংসদের প্রতিটিতে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। হল সংসদের মোট ২৩৪টি পদের জন্য লড়ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। ফলে প্রতিটি ভোটারকে এবার ৪১টি ভোট দিতে হবে, আর এ জন্য হাতে থাকছে মাত্র ১০ মিনিট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *