ডাকসু নির্বাচনে নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানালেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (National Citizens’ Party) (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান। সেখানে নাহিদ ইসলাম লিখেছেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদে নবনির্বাচিত সকল নেতৃত্বকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন। অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পেয়েছে—এটি আমাদের গণতান্ত্রিক চর্চার জন্য এক ইতিবাচক অগ্রযাত্রা।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ডাকসু শিক্ষার্থীদের প্রকৃত আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়নের প্ল্যাটফর্ম হয়ে উঠুক। বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক, একাডেমিক এবং সন্ত্রাস–ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলতে ডাকসুর নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশাও করেন তিনি।

শুধু বিজয়ীদের নয়, নির্বাচনে পরাজিত প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “যারা এই নির্বাচনে অংশ নিয়েছেন কিন্তু বিজয়ী হতে পারেননি, তাদের প্রতিও শুভকামনা জানাই। সুস্থ প্রতিযোগিতার এই চর্চাই আগামী দিনের নেতৃত্ব তৈরির মজবুত ভিত গড়ে দেবে।”

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করে বলেন, ডাকসু নির্বাচন যেন নিয়মিতভাবে অব্যাহত থাকে। দ্রুত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া জরুরি। কারণ, তরুণ সমাজের গণতন্ত্রের চর্চা ও জাতীয় পুনর্গঠনে অংশগ্রহণের এটাই সঠিক পথ।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে ভিপি, জিএস, এজিএসসহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে বিজয়ী হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *