রাশিয়া থেকে তেল আমদানি করায় ভারত ও চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জি৭ ভুক্ত দেশগুলোকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মস্কোকে ইউক্রেন ইস্যুতে আলোচনার টেবিলে আনতেই এ পদক্ষেপ নেওয়ার জন্য তিনি চাপ দিচ্ছেন বলে জানিয়েছেন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট চারজন ব্যক্তি। এ তথ্য প্রকাশ করেছে ফাইনান্সিয়াল টাইমস।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভিডিও কলে জি৭ ভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রীদের মধ্যে এ নিয়ে আলোচনা হওয়ার কথা। যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রীরা অংশ নেবেন সেই বৈঠকে। আলোচনায় মূলত ট্রাম্পের প্রস্তাবিত ইউক্রেন শান্তি চুক্তির রূপরেখা গুরুত্ব পাবে বলে জানা গেছে।
এর আগে গত সপ্তাহেই ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের আহ্বান জানান। এবার তিনি সেই অবস্থান আরও জোরালো করে জি৭ দেশগুলোকেও একই পথে হাঁটার আহ্বান জানালেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র অভিযোগ করে বলেন, রাশিয়া থেকে ভারত ও চীনের তেল কেনা সরাসরি ভ্লাদিমির পুতিনকে শক্তিশালী করছে। এতে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে আরও ভয়াবহ হামলা চালাচ্ছেন এবং নিরীহ মানুষকে হত্যা করছেন। তিনি আরও স্পষ্ট করে জানান, ইউরোপীয় ইউনিয়ন যদি সত্যিই ইউক্রেনে শান্তি চায়, তবে একত্রিত হয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। তার মতে, জি৭ দেশগুলোকেও সেই ভূমিকা পালন করতে হবে।
তবে ট্রাম্প কত শতাংশ শুল্ক আরোপ করতে বলেছেন, সে বিষয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। যদিও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, শুল্কের হার অন্তত ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত হতে পারে।
উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে তেল কেনার অভিযোগে এরই মধ্যে ভারতীয় আমদানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক বসিয়েছেন ট্রাম্প। পাশাপাশি চীনা পণ্যের ওপরও ব্যাপক হারে শুল্ক আরোপ করা হয়। যদিও বাজারে অস্থিরতা দেখা দিলে পরবর্তীতে কিছু ক্ষেত্রে সেই শুল্কের হার কিছুটা কমিয়ে আনেন তিনি।