সরব ‘নিষিদ্ধ আওয়ামী লীগ’, সকালে আগারগাঁও, সন্ধ্যায় ধানমন্ডিতে মিছিল

রাজধানীতে আবারও সরব হয়ে উঠেছে কার্যক্রমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ (Awami League) এবং এর সহযোগী সংগঠনগুলো। শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে বাংলামোটর, উত্তরা ও মিরপুরে মিছিলের পর শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকেই দলটির তৎপরতা চোখে পড়েছে।

শনিবার সকালে আগারগাঁওয়ে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে বাংলাদেশ বেতারের সামনের সড়ক থেকে মিছিলটি শুরু হয়। এতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ব্যানার-ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে হাজারো মানুষ স্লোগান দিতে দিতে এগিয়ে যান—“শেখ হাসিনা”, “জয় বাংলা”, “জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে” ইত্যাদি। শেষ পর্যন্ত মিছিলটি আগারগাঁও মোড়ে গিয়ে সমাপ্ত হয়।

একই দিনে সন্ধ্যায় বড় আকারের মিছিল নিয়ে রাস্তায় নামে যুবলীগ। রাত ৮টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার সামনে থেকে মিছিল শুরু হয়ে এগিয়ে যায় ৩২ নম্বর রোডের দিকে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ অসংখ্য মানুষ স্লোগান তুলতে শুরু করেন। তারা একদিকে “জয় বাংলা” ও শেখ হাসিনার নামে শ্লোগান দেন, অন্যদিকে সরকারের বিরুদ্ধেও তীব্র স্লোগান শোনা যায়।

মিছিলে অংশ নেওয়া যুবলীগের এক নেতা বলেন, “সরকারের দমন-পীড়ন, নিরীহ নেতাকর্মীদের ধরপাকড় আর শেখ হাসিনাসহ দলীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে আমরা মিছিলে নেমেছি। মিথ্যা মামলা দিয়ে আমাদের জেলে পাঠানো হয়েছে, কিন্তু আমরা আর ভয় পাই না। মিছিল শুধু বাড়তেই থাকবে।”

এ সময় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম (Masud Alam) জানান, “ধানমন্ডি ২৭ নম্বরে একটি মিছিল হয়েছিল। পুলিশের তৎপরতায় সেটি বেশিদূর অগ্রসর হতে পারেনি। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-গণআন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা (Sheikh Hasina) এবং দেশ ছেড়ে ভারতে চলে যান। মাত্র তিন দিন পর, ৮ আগস্ট, গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ, মন্ত্রী-প্রতিমন্ত্রী থেকে শুরু করে প্রভাবশালী সংসদ সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু হয়। নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলেও অন্তর্বর্তী সরকারের কড়াকড়ি সত্ত্বেও রাজপথে মিছিল থামাতে পুরোপুরি সফল হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *