আজ দেশে ফিরছেন তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর পররাষ্ট্র উপদেষ্টা, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হুমায়ুন কবির (Humayun Kabir) আজ সোমবার যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন। সকাল সাড়ে ৯টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

সিলেটে অবস্থানকালে তিনি তার নির্বাচনী এলাকা বিশ্বনাথ ও ওসমানীনগরের মানুষের সঙ্গে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন বলে জানা গেছে। এ উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে ইতোমধ্যেই বিশাল প্রস্তুতি নিয়েছেন বিশ্বনাথ-ওসমানীনগরের বিএনপি নেতাকর্মীরা। অনুসারীরা জানান, সোমবার সকালে কয়েক শত গাড়ির বহর নিয়ে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হবেন। সেখানে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মধ্য দিয়ে তাকে বরণ করার পরিকল্পনা করা হয়েছে।

হুমায়ুন কবিরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। তিনি জানান, সিলেট-২ আসনের “ধানের শীষের কান্ডারী” হিসেবে পরিচিত হুমায়ুন কবিরকে স্বাগত জানাতে বিপুলসংখ্যক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী মাঠে থাকবেন।

এছাড়া দেশে অবস্থানকালে হুমায়ুন কবির তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, মতবিনিময় সভা, সুধীজনের সঙ্গে সাক্ষাৎ এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *