বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khosru Mahmud Chowdhury) বলেছেন, প্রতিবন্ধীদের আগে যেমন বিএনপি থেকে নমিনেশন দেওয়া হয়েছে, ভবিষ্যতেও দেওয়া হবে। তার ভাষায়, “আমরা চাই রাষ্ট্র পরিচালনায় সবাইকে সমানভাবে যুক্ত করতে, কাউকে বাদ দেওয়ার জায়গা নেই।”
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর দক্ষিণখান বাজারসংলগ্ন ‘বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি’র কার্যালয়ে আয়োজিত তিন দিনব্যাপী ‘শান্তি প্রতিষ্ঠাকারী প্রতিবন্ধী প্রবক্তা প্রশিক্ষণ’ অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
নির্বাচন ও রাজনৈতিক প্রক্রিয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব মত ও দর্শন থাকা স্বাভাবিক। তবে দীর্ঘ সময় পর এখন দেশের মানুষকে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে হবে। তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় যেতে হবে—যাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণের ইচ্ছার প্রতিফলন হয়।
বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রতিবন্ধীদের প্রশ্নে তিনি স্পষ্টভাবে বলেন, বাংলাদেশের নাগরিকত্বে কোনো বিভেদ নেই। সংবিধান সব নাগরিকের জন্য সমান অধিকারের নিশ্চয়তা দিয়েছে। সেখানে আলাদাভাবে ‘প্রতিবন্ধী’ বলে কিছু নেই। “আমার কাছে ‘সংখ্যালঘু’ শব্দের মতো ‘প্রতিবন্ধী’ শব্দও আলাদা করে দেওয়ার মানসিকতা তৈরি করে,” মন্তব্য করেন তিনি।
তার মতে, বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি একটি উৎপাদনশীল দলও বটে। রাষ্ট্রের উচিত নাগরিকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগ করা, বিশেষ করে যাঁরা শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক প্রতিবন্ধী সাবেক পিপি অ্যাডভোকেট খাদেমুল করিম। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)-র উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দারসহ অনেকে উপস্থিত ছিলেন।